রাজা ৩য় চার্লসকে রাষ্ট্রপতির অভিনন্দন

|

রাষ্ট্রপ‌তি মো. সাহাবু‌দ্দিন।

সদ্য অভিষিক্ত ব্রিটে‌নের রাজা ৩য় চার্লস ও তার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলার রাজ্যাভিষেক উপল‌ক্ষ্যে আন্তরিক অভিনন্দন জা‌নি‌য়ে‌ছেন বাংলা‌দে‌শের রাষ্ট্রপ‌তি মো. সাহাবু‌দ্দিন।

শনিবার (৬ মে) ৩য় চার্লস ও তার স্ত্রী ক্যামিলার রাজ্যাভিষেক উপলক্ষে অভিনন্দন বার্তা পাঠান রাষ্ট্রপ‌তি।

অভিনন্দন বার্তায় রাষ্ট্রপ‌তি ব‌লেন, রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলার রাজ্যাভিষেক উপলক্ষ্যে আন্তরিক অভিনন্দন জানাতে পে‌রে আমি সম্মানিত বোধ কর‌ছি। আমি আপনা‌দের দীর্ঘ, সমৃদ্ধ এবং সুখী রাজত্বের জন্য আন্তরিক শুভেচ্ছা জানা‌চ্ছি।

রাষ্ট্রপতি আরও ব‌লেন, আপনার (রাজা) স‌ঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ কর‌তে এবং আমাদের দুটি কমনওয়েলথ দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করার অপেক্ষায় রয়েছি।

তিনি আরও ব‌লেন, ফার্স্ট লেডি এবং আমি বাংলাদেশে আপনাদের রাজকীয় সফরে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।

বাংলা‌দে‌শের রাষ্ট্রপ‌তি ব্রিটে‌নের তৃতীয় চার্লস ও তার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলার স্বাস্থ্য, সুখ এবং দীর্ঘায়ু কামনা করার পাশাপা‌শি যুক্তরাজ্যের গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন।

প্রসঙ্গত, শ‌নিবার ( ৬ মে) ব্রিটেনের রাজা হিসেবে আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আরোহণ করেন ৩য় চার্লস।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply