ভুটানকে অর্থনৈতিক অঞ্চল দেয়ার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনে ভুটানের রাজা জিগমে খেসার নামগায়েল ওয়াংচুক ও রানি গায়ালতসুয়েন জেতসুন পেমা’র বৈঠকে এ প্রস্তাব দেন প্রধানমন্ত্রী।
শনিবার (৬ মে) সন্ধ্যায় লন্ডনের হোটেল ক্ল্যারিজে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় ভুটানের রাজা ও রাণী হোটেল ক্ল্যারিজে এলে তাদের স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, পারস্পরিক লাভের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানকে বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল দেয়ার প্রস্তাব দিয়েছেন। এসময় ভুটানের রাজা-রাণী বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। রাজা জিগমে খেসার নামগায়েল ওয়াংচুক, ভুটানে একটা অ্যাডমিনিসট্রেটিভ ইকোনোমিক জোন করতে চান বলে জানান।
এটিএম/
Leave a reply