ইসরায়েলে বিক্ষোভ, নেতানিয়াহু প্রশাসনের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ

|

বিচার বিভাগ সংস্কার বিষয়ক বিলের বিরুদ্ধে আবারও বিক্ষোভে উত্তাল হলো ইসরায়েল। শনিবার (৭ মে) নেতানিয়াহু প্রশাসনের পদক্ষেপের বিরুদ্ধে রাজপথে নামে লাখো মানুষ। খবর রয়টার্সের।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কেবল রাজধানী তেল আবিবেই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেয় ১ লাখ ১০ হাজার মানুষ। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে রাজধানীর কেন্দ্রে জড়ো হয় তারা। প্রস্তাবিত সংস্কার বিল বাতিলের দাবিতে শ্লোগান দেয় তারা। অন্যান্য শহরেও হয়েছে বিক্ষোভ।

সম্প্রতি বিচার বিভাগীয় ক্ষমতায় পরিবর্তন সংক্রান্ত একটি বিল উত্থাপন করে ইসরায়েলি সরকার। প্রস্তাব অনুযায়ী সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের ক্ষমতা চলে যাবে সরকারের হাতে।

বিচার বিভাগ ও নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে এ পদ্ক্ষেেপ বলে দাবি নেতানিয়াহু প্রশাসনের। প্রতিবাদে টানা ১৮ সপ্তাহ ধরে চলছে বিক্ষোভ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply