৪৫ আজভ যোদ্ধাকে মুক্তি দিলো রাশিয়া

|

বন্দি বিনিময়ের আওতায় ৪৫ আজভ ব্যাটেলিয়নের যোদ্ধাকে মুক্তি দিলো রাশিয়া। শনিবার, তারা পৌঁছান নিজ দেশের সীমান্তে। খবর রয়টার্সের।

সামাজিক যোগাযোগমাধ্যম, টেলিগ্রামে বেশকিছু ছবি ও ভিডিও প্রকাশ করে যুদ্ধবন্দি বিনিময়ের সমন্বয়ক বিভাগ। ইউক্রেনীয় প্রেসিডেন্টের দফতর জানিয়েছে, মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ৪২ পুরুষ এবং তিন নারী।

গেলো বছর বন্দর নগরীটিতে ভয়াবহ যুদ্ধ চলাকালে নতি স্বীকারে রাজি হয়নি এই ব্যাটেলিয়ন। একটি ইষ্পাত কারখানা- আজভস্তালে ঘাঁটি গাড়েন তারা। পরে তাদের যুদ্ধবন্দি বানানো হয়।

একইদিন রাশিয়ার ৩ পাইলটকে মুক্তি দিয়েছে ইউক্রেন। বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিন। গেলো কয়েক মাসে দু’দেশের মধ্যে হাজারের বেশি বন্দি বিনিময় হয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply