যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর হামলায় নিহত কমপক্ষে ৮

|

আবারও ম্যাস শ্যুটিংয়ের ঘটনা ঘটলো যুক্তরাষ্ট্রের টেক্সাসে। শনিবারের এ হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৮ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। খবর রয়টার্সের।

খবরে বলা হয়, টেক্সাসের ডালাসের উত্তরাঞ্চলের একটি শপিংমলে এই হামলার ঘটনা ঘটে। পুলিশের অভিযানে ঘটনাস্থলে নিহত হয় হামলাকারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডালাসের ব্যস্ত এক শপিংমলে ঢুকে হামলা চালায় বন্দুকধারী। রাইফেল হাতে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন তিনি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এক পর্যায়ে পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারী।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এদিকে, জনবহুল এলাকায় আরেক দফা হামলার ঘটনাকে অবর্ণনীয় ট্র্যাজেডি বলে আখ্যা দেন টেক্সাসের মেয়র গ্রেগ অ্যাবট। তিনি আশ্বাস দেন, প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে চলতি বছর কমপক্ষে ১৯৮টি ম্যাস শ্যুটিংয়ের ঘটনা হয়েছে। টেক্সাস অঙ্গরাজ্যে এমন ঘটনার হার বেশি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply