কুমিল্লায় যুবলীগ নেতা জামাল হত্যার ঘটনায় গ্রেফতার ৩

|

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাজারে যুবলীগ নেতা জামাল হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় এজাহার নামীয় ৩ জন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার (৭ মে) সকাল সাড়ে ১১টায় নগরীর শাকতলা র‍্যাব-১১, সিপিসি-২ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরেই খুন করা হয় জামাল হোসেনকে। তবে খুনের ঘটনায় সরাসরি অংশ নেয়া কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। অন্যান্য খুনিদের মধ্যে ৫ জন বিদেশে পালিয়েছে বলেও জানানো হয়।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল রাত সোয়া ৮টার দিকে জামাল হোসেন এশার নামাজ পড়তে গৌরীপুর পশ্চিম বাজার বায়তুন নুর জামে মসজিদের দিকে যাচ্ছিলেন। এ সময় বোরকা পরিহিত তিন দুর্বৃত্ত মসজিদের গলিতেই তাকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply