যুক্তরাষ্ট্রের টেক্সাসে এলোপাতাড়ি গাড়ি চালিয়ে ৮ জনকে হত্যা

|

যুক্তরাষ্ট্রের টেক্সাস সীমান্তে এলোপাতাড়ি গাড়ি চালিয়ে ৮ জনকে হত্যা করলো এক আততায়ী। শনিবার (৬ মে) এই হামলায় আরও ৬ জন গুরুতর আহত হয়েছেন। খবর নিউইয়র্ক টাইমসের।

মেক্সিকো সীমান্ত লাগোয়া শহর ব্রাউনসভিল্লেতে চালানো হয় হামলাটি। একটি বাসস্টপ ছিল টার্গেট। প্রশাসনের দাবি, স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা নাগাদ তারা খবর পায়। চালককে গ্রেফতার করেছে পুলিশ; তার বিরুদ্ধে আনা হয়েছে হত্যার অভিযোগ। হেফাজতে রেখে চলছে জিজ্ঞাসাবাদ। তদন্তের স্বার্থে প্রকাশ করা হয়নি নাম-পরিচয়।

তদন্তকারীরা ধারণা করছেন, এটি সুপরিকল্পিত হামলা। কারণ ঐ বাসস্টপটির চারপাশে অভিবাসনপ্রার্থীরা আশ্রয় নিয়েছিলেন। সিসিটিভির ফুটেজেও দেখা গেছে বাসস্টপের কাছে এসে সজোরে অস্থায়ী তাবুগুলোর ওপর গাড়ি চালিয়েছে আততায়ী। সম্প্রতি মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে বেড়েছে অভিবাসনপ্রত্যাশীদের ঢল। দিনে আড়াইশো থেকে ৪০০ মানুষের নিবন্ধন করছে সীমান্ত পুলিশ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply