পেরুর স্বর্ণখনিতে বিস্ফোরণে প্রাণহানির শিকার ২৭ শ্রমিক

|

পেরুর দক্ষিণাঞ্চলীয় একটি স্বর্ণখনিতে বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে ২৭ শ্রমিক। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। খবর বিবিসির।

রোববার (৭ মে) স্থানীয় প্রশাসন জানায়, ইয়ানাকুইহা প্রতিষ্ঠানের মালিকানাধীন ঐ খনিটি। দুর্ঘটনার পরপরই উদ্ধার করা হয়েছে ১৭৫ খনি শ্রমিককে। বাকিরা বিস্ফোরণের ধাক্কায় ধসে পড়া পাথরের নীচে আটকা পরেছেন। তাদের সন্ধানে চলছে তল্লাশি অভিযান। দুর্ঘটনার কারণ জানা যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৩২৮ ফুট গভীরে খননকাজ চালানোর সময় হয়েছিল বৈদ্যুতিক শট সার্কিট। সেখান থেকেই ঘটে বিস্ফোরণ।

আশঙ্কা করা হচ্ছে, দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করা না গেলে, অক্সিজেনের অভাবে প্রাণ হারাবেন বাকিরা। ২০২২ সালেও লাতিন দেশটির এই রাজ্যে খনি দুর্ঘটনায় প্রাণ হারান কমপক্ষে ৩৯ শ্রমিক।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply