মেসি-নেইমারহীন ম্যাচে বড় জয়, শিরোপার আরও কাছে পিএসজি

|

ছবি : সংগৃহীত

লরিয়েঁর বিপক্ষে গত ম্যাচে হারের পর ঘুরে দাঁড়িয়েছে পিএসজি। থোয়ার মাঠে স্বাগতিক ট্রয়েসকে পাত্তাই দেয়নি রুইজ-এমবাপ্পেরা। রোববার (৭ মে) রাতের ম্যাচে ট্রয়েসের বিপক্ষে ৩-১ গোলের জয় তুলে নেয় তারা। এতে শিরোপার আরও কাছে পৌঁছে গেলো ফরাসি ক্লাবটি।

ইনজুরির কারণে দলে নেই নেইমার। সৌদি আরব গিয়ে নিষেধাজ্ঞায় পড়েছেন লিওনেল মেসি। তবে মেসি-নেইমারের অনুপস্থিতি জয়ে প্রভাব ফেলেনি টেবিল টপারদের।

খেলা শুরুর ৮ মিনিটেই কিলিয়ান এমবাপ্পের গোলে লিড পায় পিএসজি। প্রথম হাফে আর কোনো গোল হয়নি।

দ্বিতীয় হাফের ৫৯ মিনিটে বিটিনহার গোলে লিড দ্বিগুণ করে টপাররা। ৮৩ মিনিটে ট্রয়েসের কাবালেরিন গোল করলে জমে উঠে ম্যাচ। পরে অবশ্য ৮৬ মিনিটে ফাবিয়ান রুইজ গোল করলে ৩-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।

৩৪ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে যথারীতি টেবিলের শীর্ষে রয়েছে পিএসজি। সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে দুইয়ে লঁস। আর ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে মার্সেই। পিএসজির পরের ম্যাচ ১৪ মে অ্যাজাক্সিও-র বিপক্ষে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply