কানাডায় ক্রমেই ভয়াবহ হচ্ছে দাবানল পরিস্থিতি; জরুরি অবস্থা জারি

|

ছবি : সংগৃহীত

কানাডায় ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে দাবানল পরিস্থিতি। দাবানলের কারণে এরইমধ্যে প্রায় ১ লাখ ২২ হাজার হেক্টর জমি পুড়ে গেছে। ক্ষয়ক্ষতি থেকে বাঁচাতে ২৫ হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেয়া হয়েছে। এমন অবস্থার ফলে জরুরি অবস্থা জারি করা হয়েছে দেশটির অ্যালবার্টা অঞ্চলে। খবর দ্য টরেন্টো স্টারের।

অ্যালবার্টা প্রদেশের প্রধান জানান, রাজ্যজুড়ে অন্তত একশো স্থানে আগুন জ্বলছে। ঝড়ো বাতাসের কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে দাবানল। এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে ড্রেটন ভ্যালি এবং ফক্স লেক।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply