বাংলাদেশে জনসংখ্যার সাত শতাংশ অর্থাৎ প্রায় ১ কোটি ১০ লাখ মানুষ থ্যালাসেমিয়া রোগের বাহক। যেখান থেকে প্রতি বছর নতুন করে ৭ হাজার থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর জন্ম হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ তথ্যকে গুরুত্ব সহকারে নেয়ার পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে সোমবার (৮ মে) সকালে বিএসএমএমইউতে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। তাতে তিনি এ পরামর্শ দেন। একইসঙ্গে থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষা করে আবশ্যিকভাবে রোগ শনাক্তের পরার্মশও দেন মো. শারফুদ্দিন আহমেদ।
বিএসএমএমইউ উপাচার্য বলেন, বিয়ের পাত্র-পাত্রী উভয়ই যদি থ্যালাসেমিয়ার বাহক হয়, তাহলে সন্তানও থ্যালাসেমিয়ায় আক্রান্ত হবে। তাই বিয়ের আগে থ্যালাসেমিয়ার উপস্থিতি শনাক্তে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আরও বাড়াতে হবে ও জানান চিকিৎসকরা।
/এমএন
Leave a reply