আগে জানা থাকলে এখানে সিরিজ খেলতে রাজি হতাম না: হাথুরুসিংহে

|

সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে বাংলাদেশের কোচ চান্দিকা হাথুরুসিংহে।

সিরিজের প্রথম ওয়ানডেতে কাল আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বৃষ্টি ও কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার চ‍্যালেঞ্জ থাকলেও, জয় দিয়ে সিরিজ শুরু করতে চান টাইগার কোচ চান্দিকা হাথুরুসিংহে। কিন্তু, অনুশীলনের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না পাওয়ায় বেশ ক্ষেপেছেন বাংলাদেশের কোচ। এক প্রতিক্রিয়ায় তিনি জানান, আগে জানা থাকলে এখানে সিরিজ খেলতেই রাজি হতাম না।

মঙ্গলবার (৯ মে) ইংল‍্যান্ডের এসেক্স কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে ম‍্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে।

আয়ারল‍্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে শুরুর ২০ ঘণ্টা আগে ম‍্যাচের ভেন‍্যু কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সবার আগে টিম বাস থেকে নেমে মাঠে তামিম ইকবাল। এরপর সাকিব, কোচ হাথুরুসিংহে আর মুশফিকুর রহিম নেতৃত্ব দিয়ে দলকে নিয়ে গেলেন মাঠে। ইংল‍্যান্ডে সাকিব-তামিম-মুশিদের একাধিকবার খেলার অভিজ্ঞতা থাকলেও এ মাঠে কেবল মোস্তাফিজুর রহমান ছাড়া আগে খেলার অভিজ্ঞতা নেই আর কোনো টাইগার ক্রিকেটারের।

শুরুতেই তাই দলের হেড কোচ চান্দিকা হাথুরুসিংহে আর মুশফিকুর রহিম মাঠের দৈর্ঘ, প্রস্থ ও উইকেটটা কেমন হবে সেটাই বোঝার চেষ্টা করলেন। বর্ষার কারণে কি উইকেট সফট হবে? খোলা মাঠে হিমেল বাতাসে দলের কৌশল কী হওয়া উচিত তাই নিয়ে কিছু সময় মাঠেই চললো আলোচনা। তবে হাথুরুসিংহে দিলেন উইকেট নিয়ে ভালো খবর।

বাংলাদেশের কোচ চান্দিকা হাথুরুসিংহে, উইকেটটা ভালো। ওপরে ঘাস আছে কিছুটা। কারণ হয়তো বৃষ্টির কারণে গত কয়েকদিন উইকেট ঢাকা ছিলো। কিন্তু উইকেট বেশ শক্ত। এই পিচে রানটা ভালোই হবার কথা।

আইরিশদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ একাদশে অন্তত ২টি পরিবতর্ন নিশ্চিত। ইনজুরিতে তাসকিন আহমেদ দলের বাইরে। আর স্কোয়াডে জায়গা হয়নি স্পিনার নাসুম আহমেদের। ব‍্যাটিং অর্ডারে পরিবতর্নের তেমন সম্ভাবনা নেই। বোলিং আক্রমণে সাকিব ও মিরাজের সাথে থাকবেন এবাদত ও হাসান মাহমুদ। তাসকিনের জায়গায় একাদশে থাকার কথা মোস্তাফিজুর রহমানের। আর নাসুমের জায়গাটা কন্ডিশন বিবেচনায় নিবেন একজন ব‍্যাটার নয়তো বোলার। বোলার হলে, মৃত‍্যুঞ্জয়ের অভিষেক হবার সম্ভাবনাই বেশি।

কোচ চান্দিকা হাথুরুসিংহে আরও বলেন, ম‍ৃত‍্যুঞ্জয়কে নেটে দেখে আমার খুব ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে ওর রিস্ট পজিশন। এ কন্ডিশনের জন‍্য ও কাযর্করী বোলার হতে পারে সেই সাথেই ব‍্যাটিংয়েও অবদান রাখতে পারবে।

ম‍্যাচ শুরু হতে আর বাকি মাত্র কয়েক ঘণ্টা। কিন্তু তারপরও পর্যাপ্ত অনুশীলনের সুযোগ-সুবিধা না পাওয়ার হতাশায় পুড়ছেন কোচ হাথুরুসিংহে। অগে জানা থাকলে এ সিরিজ খেলতেন না বলে সাফ জানিয়ে দিলেন এ লঙ্কান।

এ প্রসঙ্গে কোচ চান্দিকা হাথুরুসিংহে বলেন, সত‍্যি বলতে এখানকার পরিস্থিতিতে আমি হতাশ। খেলাটা ইংল‍্যান্ডে হওয়ায় আয়ারল‍্যান্ডকেও দোষ দিতে পারছি না। এটাই বলতে পারি যে, আগে জানা থাকলে এখানে সিরিজ খেলতে রাজি হতাম না। এই অভিজ্ঞতা আমাদের জন‍্য শিক্ষা।

কেবল বাংলাদেশ নয় ম‍্যাচ ভেন‍্যুতে প্রথম অনুশীলন করেছে আইরিশরাও।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply