শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ভোগান্তি বেড়েছে

|

ফাইল ছবি

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে যানবাহনের বাড়তি চাপ আর তীব্র স্রোতে ফেরির ট্রিপ সংখ্যা কমে যাওযায় ভোগান্তি বেড়েছে। ফেরি সংখ্যা বাড়িয়েও সামলানো যাচ্ছে না পরিস্থিতি। কোরবানির পশুবাহি ট্রাক পারাপার বেড়ে যাওয়ায় যানবাহন গুলোকে ঘাটে অপেক্ষায় থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। ফলে গুরুত্বপুর্ণ এই নৌ-রুটে ঈদের সময় যাত্রী দুর্ভোগ আরো বাড়াবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

শিমুলিয়া-কাঠালবাড়ি দিয়ে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় অনেক যানবাহন বিকল্প রুট হিসাবে দৌলতদিয়া-পাটুরিয়া রুটকে ব্যবহার করছে। এরুটেও কমেছে ফেরির ট্টিপ সংখ্যা। সাথে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার হচ্ছে কোরবানীর পশুবাহি ট্রাক। ফলে বেড়েছে যাত্রীদের প্রতিক্ষার প্রহর।

পাটুরিয়া ঘাটে যানবাহনের বিশৃঙ্খলতা এড়াতে সিসি ক্যামেরায় মনিটরিংয়ের পাশাপাশি মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

যানবাহনের বাড়তি চাপ সামাল দিতে ঈদে এই রুটে এবার চলাচল করবে ২২টি ফেরি। বিরতীহীন ভাবে পারাপার অব্যাহত রাখতে নানা পদক্ষেপের কথা জানান, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ইঞ্জিঃ মো: মফিজুল হক। নৌ-পথে ঈদযাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন করতে সাধ্যের সবটুকু দিয়ে তারা চেষ্টা চালাচ্ছেন বলেও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply