এপ্রিলে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ হবার দৌড়ে ছিলেন পাকিস্তানের ফখর জামান, নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান ও শ্রীলঙ্কার প্রবাথ জয়সুরিয়া। তবে চ্যাপম্যান ও প্রবাথকে পেছনে ফেলে মাসসেরার মুকুট পরেছেন ফখর জামান।
পাকিস্তানের ব্যাটার ফখর প্রথমবারের মতো মাস সেরার সংক্ষিপ্ত তালিকায় নাম লেখান, প্রথমবারেই হলেন সেরা। নিউজিল্যান্ডের বিপক্ষে মোটামুটি পারফরম্যান্স দিয়ে এপ্রিল মাস শুরু করেছিলেন তিনি। কিন্তু মাসের শেষ দিকে এসে টানা দুই সেঞ্চুরিতে দলকে জেতানোর পাশাপাশি নিজেও গড়েছেন টানা সেঞ্চুরির কীর্তি।
প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের দেওয়া ২৮৯ রান তাড়া করতে নেমে ফখরের ১১৪ বলে ১১৭ রানের ইনিংসে পাকিস্তান ৫ উইকেটের জয় পেয়েছে। দ্বিতীয় ওয়ানডেতে তো আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন তিনি। নিউ জিল্যান্ডের দেওয়া ৩৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ফখর ১৪৪ বলে খেলেছেন অপরাজিত ১৮০ রানের ইনিংস। আর তাতেই স্বাগতিকরা ৭ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে।
মেয়েদের এপ্রিল মাসের সেরা হয়েছেন থাইল্যান্ডের নারুয়েমল চাওয়াই। পেছনে ফেলেছেন সংযুক্ত আরব আমিরাতের কাভিশা ইগোদাগে ও জিম্বাবুয়ের কেলিস দলুভুকে।
/আরআইএম
Leave a reply