৪ মাসে দুই শতাধিক ফাঁসির রায় কার্যকর করেছে ইরান

|

প্রতীকী ছবি।

গত ৪ মাসে দুই শতাধিক ফাঁসির রায় কার্যকর করেছে ইরান। এতে প্রতি সপ্তাহে অন্তত ১০ জনকে ফাঁসি দিয়েছে দেশটির প্রশাসন। মঙ্গলবার (৯ মে) এ তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘ। খবর রেডিও ফ্রি ইউরোপের।

সংস্থাটি জানায়, সাজাপ্রাপ্তদের বেশিরভাগ মাদক সংক্রান্ত অভিযোগে দণ্ডিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের।

মৃত্যুদণ্ডের সাজা কার্যকরের এই সংখ্যা নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো। এটিকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে তারা।

মৃত্যুদণ্ডের সাজা কার্যকরের মধ্যে বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে ইরান। গত বছর সরকার বিরোধী আন্দোলনের জেরে মৃত্যুদণ্ডের কার্যকরের হার বাড়াতে শুরু করে রইসি প্রশাসন। বিরোধীদের মধ্যে ভীতি সৃষ্টি করতে এমন পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা। ২০২২ সালে ৫৮০ জনের ফাঁসির রায় কার্যকর করে তেহরান। যা ২০১৫ সালের পর থেকে সর্বোচ্চ।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply