রাসিক নির্বাচন: মেয়র পরে মনোনয়ন সংগ্রহ করলেন জাতীয় পার্টির স্বপন

|

রাজশাহী ব্যুরো:

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম স্বপন।

বৃহস্পতিবার (১১ মে) বেলা ১২টায় তার পক্ষে মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিন্টু রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় জাতীয় পার্টির মহানগর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার নিকটে জাতীয় পার্টির পক্ষ থেকে ইভিএমের পরিবর্তে ব্যালটে ভোট নেয়ার আহ্বান জানান তারা।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনসহ মেয়র পদে ২ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৪০ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১১২ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

রাসিক নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া যাবে ২৩ মে পর্যন্ত। বাছাই ২৫ মে। ২ জুন প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ জুন।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply