বাফুফের পথে হাঁটতে চায় না ব্যাডমিন্টন ফেডারেশন (ভিডিও)

|

ব্যাডমিন্টন ফেডারেশনের সর্বশেষ কমিটির সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পথে হাঁটতে চায় না বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। আসন্ন নির্বাচনে নির্বাচিত হলে শক্ত আর্থিক কাঠামো দাঁড় করাতে চান সর্বশেষ কমিটির সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার। অবশ্য, দায়িত্বে থেকেও সেটি দাঁড় করাতে পারেননি তিনি। তাদের অর্জনের নেই পাল্লাতেও বলার মতো কিছু।

পাড়া-মহল্লা, গ্রাম কিংবা শহর। শীতের মৌসুম এলেই সর্বত্র ঝড় উঠে ব্যাডমিন্টন কোর্টে। বাংলাদেশের মানুষের কাছে বেশ জনপ্রিয় এ খেলা। কিন্তু, আন্তর্জাতিক অঙ্গনে নেই বলার মতো কোনো সাফল্য। নানা ভাগে বিভক্ত ব্যাডমিন্টন ফেডারেশনে ৭ বছর পর আবারও হতে যাচ্ছে নির্বাচন। সেই নির্বাচনে আবারও সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন আমির হোসেন বাহার। অতীতে ফেডারেশনের দায়িত্ব নিয়ে ব্যর্থ বাহার আবারও শোনাচ্ছেন আশার বাণী।

ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার বলেন, আমরা ওদিকে (বাফুফে) যাবো না। সরকার কোনো সহযোগিতা দেবেন কি না তা জানি না। আমরা প্রয়োজনে আমাদের নিজেদের অর্থ দিয়েই কাজ করবো।

অবশ্য এমন আর্থিক কাঠামো সবশেষ কমিটিতে থাকা সত্ত্বেও দাঁড় করাতে পারেননি আমির হোসেন বাহার। বলার মতো সাফল্যও নেই এ কমিটির।

আমির হোসেন বাহার আরও বলেন, বিদেশি প্রশিক্ষক এনে আমরা ব্যাডমিন্টন কোচদের কর্মশালা করিয়েছি।

এর পেছনে তিনি দায়ী করেছেন অন্যদের কাছ থেকে সহযোগীতা না পাওয়াকে। সেই সাথে সাজিয়েছেন আগামীর পরিকল্পনাও।

আমির হোসেন বাহার আরও বলেন, সংগঠনের অভাবেই হারিয়ে যেতে বসেছে ব্যাডমিন্টন। আমাদের অভ্যন্তরীণ সমস্যা সমাধানে আমি এখন পর্যন্ত চেষ্টা করছি।

প্রসঙ্গত, আগামী ২২ মে অনুষ্ঠিত হবে ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচন। আগামী ১৫ মে প্রার্থীতা দাখিলের শেষ সময়।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply