তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মুহাররেম ইনচে

|

তুরস্কে নির্বাচনের আগমুহূর্তে সরে দাঁড়ালেন প্রেসিডেন্ট পদপ্রার্থী মুহাররেম ইনজে। ভাবা হচ্ছে, এতে এরদোগান আরও চাপের মুখে পড়লেন। কারণ, ইনজে সরে দাঁড়ানোয় এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী সিএইচপির নেতা কিলিচ দারোগলুর অবস্থান আরও শক্ত হলো। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বৃহস্পতিবার তার সরে দাঁড়ানোর পর প্রেসিডেন্ট পদের জন্য টিকে রইলেন মাত্র ৩ প্রার্থী। কিলিচের সাথে মত বিরোধের জেরে সিএইচপি ছেড়ে দেন ইনজে। বর্তমানে তিনি হোমল্যান্ড পার্টির নেতৃত্ব দিচ্ছেন। আগামী রোববার তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

হোমল্যান্ড পার্টির চেয়ারম্যান মুহাররেম ইনচে বলেন, আমি চাই না সম্মিলিত জোট হেরে যাক। পরাজিত হয়ে, তারা আমার ওপর দোষ চাপাক। তাই নিজের প্রার্থিতা প্রত্যাহার করলাম। আমার মনে হয় দেশের জন্য এটা খুব দরকার। তুরস্কের বর্তমান পরিস্থিতিতে নেতৃত্বের পরিবর্তন প্রয়োজন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply