বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশ অথবা আরব আমিরাতে খেলতে চায় পাকিস্তান

|

ছবি: সংগৃহীত

পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়ে দিয়েছেন, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না গেলে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। যার ফলে, পাকিস্তান তাদের বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশ বা অন্য কোথাও খেলতে চায়। ভারতের একটি টিভি চ্যানেলকে এসব কথা বলেন শেঠি।

এশিয়া কাপ আয়োজন নিয়ে জটিলতার সবশেষ অবস্থা ও পিসিবির পরিকল্পনা নিয়ে নাজাম শেঠি বিস্তারিত জানান বিবিসির পডকাস্ট ‘স্টাম্পড’-এ।

প্রাথমিক সূচি অনুসারে, এ বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে এশিয়া কাপ হওয়ার কথা। তবে ভারত ক্রিকেট বোর্ড টুর্নামেন্টটি পাকিস্তানে খেলতে রাজি নয়, পুরো টুর্নামেন্ট নিরপেক্ষ ভেন্যুতে স্থানান্তর চায় সংস্থাটি।

অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের দেশে এশিয়া কাপ আয়োজনে অনড়। তবে পাকিস্তানের পাশাপাশি আরেকটি দেশে ম্যাচ আয়োজন পর্যন্ত ছাড় দিতে রাজি আছে পিসিবি। প্রতিবেশী দুই দেশের অনড় অবস্থানে এশিয়া কাপের ভেন্যুর সিদ্ধান্ত ঝুলে আছে।

অচলাবস্থায় থাকা এশিয়া কাপ নিয়ে বৃহস্পতিবার ভারতের স্পোর্টস তাককে সাক্ষাৎকার দেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি।

এ মুহূর্তে পিসিবির অবস্থান কী- এ প্রশ্নে শেঠি হুমকির সুরে বলেন, ভারত পাকিস্তানে খেলতে না এলে পাকিস্তানও ভারতে খেলতে যাবে না। এটা আমাদের সিদ্ধান্ত। এশিয়া কাপ হাইব্রিড মডেলে হলে বিশ্বকাপেও কার্যকর হতে হবে। আমাদের বিশ্বকাপের ম্যাচগুলো তখন বাংলাদেশ বা অন্য কোথাও খেলবো। একই মডেল চ্যাম্পিয়নস ট্রফিতেও চলবে। ব্যাপারটা খুবই সরল। ভারত পাকিস্তানে খেলতে রাজি হলে আমরাও বিশ্বকাপ খেলতে ওদের দেশে যাবো।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply