ভারতের পাঞ্জাবের রূপনগরে একটি স্কুলের ২৪ জন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নিকটবর্তী একটি কারখানা গ্যাস লিকের ফলেই অসুস্থ হয়ে পড়েছে শিক্ষার্থীরা। খবর ইন্ডিয়া টুডের।
বৃহস্পতিবার (১১ মে) স্থানীয় সময় সকালে নাঙ্গালে এই ঘটনা ঘটে। এ সময় স্কুলের কিছু পড়ুয়া হঠাৎ শ্বাসকষ্টের সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়ে। তাদের নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়।
এ নিয়ে রূপনগর পুলিশের ডেপুটি কমিশনার প্রীতি যাদব জানান, ২৪ জন পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বেশির ভাগকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে। তবে চার-পাঁচ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
এদিকে, কী কারণে কারখানা থেকে গ্যাস লিকের ঘটনা ঘটলো তা খতিয়ে দেখতে পঞ্জাব দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের কর্মকর্তা ও বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, স্থানীয় কারখানা থেকে গ্যাস লিক হয়েই এই দুর্ঘটনা হয়েছে। তিবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।
এর আগে গত ৩০ এপ্রিল লুধিয়ানায় একটি কারখানায় গ্যাস লিকের ঘটনা ঘটে। এতে ১১ জনের মৃত্যু হয়।
এসজেড/
Leave a reply