রাত পেরোলেই নির্বাচন, থাইল্যান্ডে চলছে শেষ মুহূর্তের প্রচারণা

|

থাইল্যান্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে রোববার (১৪ মে)। তাই শেষ দিনে ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো। নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তেও একগুচ্ছ অঙ্গীকার নিয়ে জনগণের সামনে হাজির হন প্রার্থীরা। খবর বিবিসির।

থাইল্যান্ডের এ নির্বাচনে ভোটার সংখ্যা ৫ কোটি ২০ লাখ। দেশটিতে এবারের সাধারণ নির্বাচনে লড়াই হবে মূলত পুইয়ে থাই পার্টি ও ইউনাইটেড থাই নেশনের মধ্যে। জনমত জরিপে অনেকটাই এগিয়ে পুইয়ে থাই পার্টির মনোনীত প্রার্থী থাকসিন সিনাওয়াত্রার কন্যা পেতংতার্ন সিনাওয়াত্রা। জনমত জরিপে পিছিয়ে থাকলেও ক্ষমতাসীন ইউনাইটেড থাই নেশনের প্রয়ুথ চান ওচা’র পেছনে রয়েছে সেনাবাহিনীর সমর্থন। এছাড়া তরুণ প্রজন্মের মাঝে বেশ জনপ্রিয়তা পেয়েছে মুভ ফরোয়ার্ড পার্টি।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

পুইয়ে থাই পার্টির প্রার্থী পেতংতার্ন সিনাওয়াত্রা বলেন, দীর্ঘদিন ধরেই বিশৃঙ্খলার মধ্যে আছে থাইল্যান্ড। এটা একদিনে হয়নি। এবার ক্ষমতার পরিবর্তন প্রয়োজন। আপনারাই পারেন সে পরিবর্তন আনতে। ক্ষমতায় আসলে দেশে আবারও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করবো। মূল্যস্ফীতির লাগাম টেনে ধরবো। শ্রমিকদের নুন্যতম মজুরি বাড়ানো হবে। এটাই আমাদের নির্বাচনী অঙ্গীকার।

অন্যদিকে বিভিন্ন আশ্বাস দিয়ে প্রয়ুথ চান ওচা বলেন, দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। এমন পরিবর্তন চাই না, যা দেশকে উল্টে দেবে। বর্তমানে যে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশ, জনগণ পাশে থাকলে তা অবশ্যই মোকাবেলা করতে পারবো। বুঝতে হবে হঠাৎ করেই সবকিছু পরিবর্তন করা যায় না।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply