আশুগঞ্জ নদী বন্দরের কার্যক্রম বন্ধ

|

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আন্তর্জাতিক নদী বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এছাড়াও পণ্যবাহী কার্গো জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। এতে করে বন্দরে আটকা পড়েছে রড, সিমেন্ট, সারসহ বিভিন্ন পণ্য নিয়ে আসা শতাধিক মালবাহী কার্গো জাহাজ।

আশুগঞ্জ নদী বন্দরকে ১ নম্বর সতর্কতা সংকট দিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া আশুগঞ্জ বন্দর থেকে ৬টি নৌ রুটে লঞ্চ ও নৌ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

আশুগঞ্জ নদী বন্দরের উপ-পরিচালক রেজাউল করিম জানান, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে নদী বন্দরকে ১ নম্বর সর্তকতা সংকেত দেখাতে বলা হয়েছে। এ জন্য বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। আশুগঞ্জ থেকে সকল প্রকার নৌযানের চলাচল বন্ধ রাখা হয়েছে। সকল নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply