মোখায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কক্সবাজার জেলা ছাত্রলীগ

|

ঘূর্ণিঝড় ‘মোখা’য় আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছে কক্সবাজার জেলা ছাত্রলীগ। মোখাকে কেন্দ্র করে কক্সবাজার জেলা জুড়ে গ্রাম, পাড়া, মহল্লায় একযোগে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি পাহাড় ধসপ্রবণ এলাকা থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়াসহ যেকোনও পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিয়েছে সংগঠনটি। পাশাপাশি শুকনো খাবার সংগ্রহ করেছে তারা। গঠন করেছে মেডিকেল টিমও।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন জানান, কক্সবাজার জেলায় কর্মরত ডাক্তার এবং মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে বিশেষ এই মেডিকেল টিম করা হয়েছে।

তিনি আরো জানান, মহেশখালী উপজেলা ছাত্রলীগ সোনাদিয়া আইল‍্যান্ড থেকে বয়স্ক নারী, পুরুষ ও শিশুদের নিরাপদ আশ্রয়ণ কেন্দ্রে নিয়ে আসে। টেকনাফ পৌর ছাত্রলীগ, দ্বীপ ইউনিয়ন সেন্টমার্টিন ছাত্রলীগ, কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগ, রামু উপজেলা ছাত্রলীগ, কক্সবাজার শহর ছাত্রলীগ, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগ নিজ নিজ এলাকায় মাইকিং, মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়াসহ প্রত্যেকটি আশ্রয়ণ সেন্টারে খাদ্য সহায়তার ব্যবস্থা করছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply