জাতীয় নির্বাচনের ভোটগণনা শেষে রান-অফ বা দ্বিতীয় দফার ভোটাভুটির দিকে এগোচ্ছে তুরস্ক। রোববার (১৪ মে) গভীর রাতে এই ঘোষণা দেয় দেশটির নির্বাচন কমিশন। খবর রয়টার্সের।
দেশটির নির্বাচন কমিশন জানায়, নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। কিন্তু প্রধান প্রতিদ্বন্দ্বী রিসেপ তাইয়েপ এরদোগান বা কিরিচ দারোগলু’র কেউই ৫০ শতাংশ ভোট নিশ্চিত করতে পারেননি। প্রেসিডেন্ট পেয়েছেন ৪৯ দশমিক পাঁচ শতাংশ ভোট।
অন্যদিকে বিরোধী জোটের প্রার্থীর ভাগ্যে জুটেছে ৪৪ দশমিক ৮ শতাংশ সমর্থন। সে কারণেই দ্বিতীয় দফায় গড়াচ্ছে নির্বাচন।
এটিএম/
Leave a reply