ভারতে বিষাক্ত মদ পানে ১১ জনের মৃত্যু, অসুস্থ অন্তত ৩০

|

১১ জনের মৃত্যুর ঘটনায় রাস্তা অবরোধ করে স্থানীয়দের ক্ষোভ। ছবি: সংগৃহীত।

ভারতের তামিলনাড়ু রাজ্যে মদের বিষক্রিয়ায় প্রাণ হারালেন কমপক্ষে ১১ জন। এখনও ৩০ জন হাসপাতালে চিকিৎসাধীন। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

শনিবার (১৩ মে) রাত থেকে পরদিন রোববার পর্যন্ত রাজ্যের ভিল্লুপুরাম ও চেংলাপাত্তু জেলায় মৃত্যু হয় তাদের। চিকিৎসকদের আশঙ্কা, প্রাণহানি আরও বাড়তে পারে। কারণ, বিষের প্রভাব ছড়িয়ে পড়েছে অসুস্থদের শরীরের বেশিরভাগ অংশে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

প্রশাসন জানায়, ভিল্লুপুরাম জেলায় মারা গেছেন কমপক্ষে ৭ জন। বাদবাকিরা চেংলাপাত্তু এলাকার বাসিন্দা। এই ঘটনার পর দুটি এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, লোকালয়ে চোলাই মদ সরবরাহ করতো তারা।

এই চক্রের বাকি সদস্যদের সন্ধানে চলছে তল্লাশি। তাছাড়া অবৈধ কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার হয়েছেন ৭ পুলিশ সদস্যও। এরইমধ্যে নিহতদের পরিবারকে ১০ লাখ এবং অসুস্থদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন রাজ্য মুখ্যমন্ত্রী।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply