ঘূর্ণিঝড় মোখা: চট্টগ্রাম বন্দরে সচল হচ্ছে স্বাভাবিক কার্যক্রম

|

চট্টগ্রাম বন্দরে জাহাজ। ফাইল ছবি।

ঘূর্ণিঝড় ভীতি কাটিয়ে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পুনরায় সচল হতে শুরু করেছে। বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ধীরে ধীরে পণ্য খালাসের কাজ শুরু করে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

এদিকে, জেটি থেকে যেসব জাহাজ গভীর সমুদ্রে পাঠিয়ে দেয়া হয়েছিল, বহির্নোঙর থেকে সেগুলো বন্দরের জেটিতে ফিরছে। লাইটারেজ জাহাজগুলোর চলাচল অনেকটাই স্বাভাবিক অবস্থায় এসেছে। বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম সোমবার (১৫ মে) সকাল থেকে শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এর আগে ঘূর্ণিঝড় মোখার কারণে গতকাল চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়। এ ছাড়া পায়রা সমুদ্রবন্দরে ৮ নম্বর মহাবিপদ সংকেত, মোংলায় ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত এবং চট্টগ্রামে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়। বিকেলের দিকে বংলাদেশের অংশে অতিক্রম করতে শুরু করে ঘূর্ণিঝড় মোখা। তবে এর প্রভাব অনেকটা কমে যাওয়ায় এখন স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply