বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদি ও সাবেক সম্পাদক আবু নাঈম সোহাগের দুর্নীতি অনুসন্ধানে হাইকোর্টের আদেশের পর প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন দুদক আইনজীবী। জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান জানান, মৌখিকভাবে এটি দুদককে জানানো হয়েছে। এখন অনুসন্ধান কমিটি গঠন করবে সংস্থাটি।
জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান বলেন, মৌখিকভাবে এবং চিঠি দিয়ে দুর্নীতি দমন কমিশনকে বিষয়টি জানানো হয়েছে। দুদোক আমার চিঠির ভিত্তিতে কাজ শুরু করে দিয়েছে। তবে, টার্মস অব অর্ডারটা খুব প্রয়োজন। আমরা কোর্টের অর্ডার যেদিন পাবো সেদিনই দুদককে দাখিল করবো।
এর আগে, গত সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদি ও সাবেক সম্পাদক আবু নাঈম সোহাগের দুর্নীতি অনুসন্ধানের আদেশ দেন। একইসাথে ৪ মাসের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট।
সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমনের রিটের প্রেক্ষিতে শুনানিতে আদালত বলেন, দুদকের এখতিয়ার আছে বাফুফের কর্মকর্তার দুর্নীতির অনুসন্ধান করার, বাফুফে নিজেরা নিজেদের তদন্ত করলে হবে না। আন্তর্জাতিকভাবে এটা আলোচিত হওয়ায় দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। জাতিকে উদ্বুদ্ধ করতে খেলাধুলার প্রয়োজন, তাই এখানে স্বচ্ছতা দরকার।
/এম ই
Leave a reply