ঝিনাইদহে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামী গ্রেফতার

|

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে যৌতুকের দাবিতে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা মামলায় স্বামীকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৬ মে) শহরের আরাপপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হুসাইন বলেন, যৌতুকের দাবিতে স্ত্রী সীমা খাতুনকে পিটিয়ে হত্যার পর স্বামী জহরুল ইসলাম আরাপপুর এলাকায় অবস্থান করছে এমন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

তিনি আরও বলেন, গত শনিবার দুপুরে শহরের আরাপপুরের দুঃখী মাহমুদ সড়ক এলাকার বাসিন্দা রিকশাচালক জরুল ইসলাম তার স্ত্রীকে ইট ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যায় সীমা খাতুনের মৃত্যু হয়। এ ঘটনায় ওইদিনই নিহতের পিতা কামাল হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। যৌতুক ও পারিবারিক কলহের কারণেই এ হত্যাকাণ্ড ঘটেছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply