রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালির মাঠ থেকে অজ্ঞাতনামা এক শিশুর (১১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ মে) সকালে উপজেলার সদর ইউনিয়নের মধুখালি বালির মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার এসআই মিরাজ হোসেন জানান, সকালে বালুর মাঠের এক পাশে একটি শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
তিনি আরও বলেন, গতকাল রাতের যেকোনো সময় শিশুর গলায় বৈদ্যুতিক তার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা এখানে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ রিপোর্ট লিখা পর্যন্ত এখনো শিশুটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ইউএইচ/
Leave a reply