মিয়ানমারে ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে হতাহতের সংখ্যা আড়ালের অভিযোগ উঠেছে সরকারের বিরুদ্ধে। দেশটির গণতান্ত্রিক দলগুলোর উদ্যোগে গঠিত জোটের নেতা এবং মানবাধিকার কর্মী অং কো মো জানান, রাখাইনে অন্তত ৪শ মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি কয়েকটি অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর রয়টার্সের।
অং কো মো আরও জানান, সিটুওয়ের কাছে যেসব রোহিঙ্গা বসবাস করেন, ঘূর্ণিঝড়ে তাদের আশ্রয় ক্যাম্পগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
ঝড় আঘাত হানার পরেরদিন সোমবার রাতে দেশটির সামরিক জান্তা রাখাইনকে দুর্যোগ এলাকা হিসেবে ঘোষণা করে। দুর্যোগের প্রভাবে হওয়া বৃষ্টি ও জলোচ্ছ্বাসের কারণে রাখাইনের অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়।
/এমএন
Leave a reply