মুষলধারে বৃষ্টিতে শীতল হলো ঢাকা

|

মুষলধারে বৃষ্টিতে শীতল হলো রাজধানী। বুধবার (১৭ মে) সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। গতকাল রাতে বেশকিছু সময় ধরে ঝড় বয়ে যায় রাজধানীতে। কিন্তু তেমন বৃষ্টি হয়নি।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

বুধবার সকাল থেকে শুরু হয় বৃষ্টি। ভোরের আলো ফোটার পরেই কালো মেঘে ছেয়ে যায় আকাশ। ঘণ্টা তিনেক অন্ধকারাচ্ছন্ন থাকার পর সাড়ে নয়টার দিকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। অফিস ও স্কুল আসা-যাওয়ার সময়ে বিপাকে পড়েন বহু মানুষ। বিশেষ করে ঘণ্টাখানেকের জন্য ভোগান্তিতে পড়েন খেটে খাওয়া লোকজন। তবে, কিছুটা দুর্ভোগ হলেও দুদিন ধরে তীব্র গরমের পর এমন বৃষ্টিতে স্বস্তি-ই পেয়েছে নগরবাসী।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply