খাগড়াছড়িতে ৫০টির অধিক ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই

|

স্টাফ করেসপনডেন্ট, খাগড়াছড়ি:

খাগড়াছড়ির দীঘিনালায় আগুনে পুড়ে গেছে ৫০টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে দীঘিনালার বাস টার্মিনাল সংলগ্ন দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার দিকে বাস টার্মিনাল সংলগ্ন একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী আগুন জ্বলতে থাকে। এতে পুড়ে যায় ৫০টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দোকানগুলোত বাস টার্মিনাল এলাকায় হওয়ায় প্রতিদিন বেচাকেনা হতো। খাবারের দোকান, কুলিং কর্নার, ক্রোকারিজ, মুদিমাল ও ওষুধের দোকানসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ছিল। সবকটি দোকানেই মালামাল ভর্তি থাকায় আর্থিক ক্ষতির পরিমাণটা কয়েক কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply