ঢাকা ছাড়ছে রাজধানীবাসী

|

প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। রেলে ঈদযাত্রার তৃতীয় দিন আজ। স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছে রাজধানীবাসী।

এদিকে, ঈদ যাত্রার দ্বিতীয় দিনেই গতকাল শিডিউল বিপর্যয়ে পড়ে রেল। বেশিরভাগ ট্রেন কমলাপুর ছাড়ে আধ ঘন্টা থেকে দু’ঘণ্টা বিলম্বে। ফলে কমলাপুরে রেলের অপেক্ষায় থাকতে হয় সাধারণ যাত্রীদের। যান্ত্রিক ত্রুটির কারণে এই বিলম্ব শুরু হয় বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

এবার প্রতিদিন কমলাপুর থেকে সারা দেশের উদ্দেশ্যে ৬৬টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে। যার মধ্যে ৩২টি আন্তঃনগর। বাকিগুলো মেইল ও স্পেশাল সার্ভিস।

এই ঈদে ৩ লাখেরও বেশি যাত্রী পরিবহনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ।

যমুনা অনলাইন: আরএম

 

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply