প্রেসিডেন্ট হিসেবে আরিফ আলভীকে চাইছে পিটিআই

|

পাকিস্তানে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বর্ষীয়ান রাজনীতিবিদ ড. আরিফ আলভীর নাম প্রস্তাব করেছে ক্ষমতাসীন পিটিআই। দলপ্রধান- ইমরান খান পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার কয়েক ঘণ্টা পরই আসে এ ঘোষণা।

টুইট বার্তায় বলা হয়েছে, আরিফ আলভীকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দেয়ার তথ্য নিশ্চিত করেন পিটিআই মুখপাত্র ফাওয়াদ চৌধুরী। পেশায় চিকিৎসক, ৬৯ বছর বয়সী আলভী পিটিআই’র অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। ২০০৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত দলের মহাসচিবের দায়িত্বও পালন করেন তিনি।

আগামী ৯ সেপ্টেম্বর, দেশটির বর্তমান প্রেসিডেন্ট মামনুন হুসাইনের মেয়াদ শেষ হবে। এর পাঁচদিন আগে, অর্থাৎ ৪ সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন- ইসিপি।

৩০ আগস্ট প্রেসিডেন্ট পদপ্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসিপি।

প্রসঙ্গত, বর্তমান প্রেসিডেন্ট মামনুন হোসাইনের (৭৮) পাঁচ বছরের মেয়াদ আগামী ৯ সেপ্টেম্বর শেষ হবে। মুসলিম লীগ (নওয়াজ) দলের প্রার্থী হিসেবে ২০১৩ সালে তিনি নির্বাচিত হয়েছিলেন।

যমুনা অনলাইন: আরএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply