হিরোশিমায় শুরু হচ্ছে জি সেভেন সম্মেলন

|

রয়টার্স থেকে সংগৃহীত ছবি।

ধনী দেশগুলোর সংগঠন জি সেভেন সম্মেলন শুরু হচ্ছে শুক্রবার। সম্মেলনে যোগ দিতে জাপানো জড়ো হচ্ছেন সংগঠনের সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা। খবর রয়টার্সের।

বুধবার (১৭ মে) তিনদিনের এ সম্মেলনে অংশ নিতে জাপানের উদ্দেশে রওনা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরইমধ্যে, হিরোশিমায় পৌঁছেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। অংশ নেবেন জার্মানি, ফ্রান্স, কানাডা, ইতালির নেতারাও।

এবারের সম্মেলনে আলোচনায় মূল এজেন্ডা হতে পারে চীনের সাথে সম্পর্ক। উন্নয়নশীল দেশগুলোকে সহায়তার বিষয়টিও গুরুত্ব পাবে বলে জানা গেছে। এছাড়া ঋণ সংকট, জলবায়ু পরিবর্তনের মতো ইস্যু থাকবে এজেন্ডায়।

এদিকে, জি সেভেন সম্মেলনকে সামনে রেখে বিক্ষোভ হয়েছে বিভিন্ন দেশে। ক্ষুধা ও দারিদ্র, জলবায়ুর মতো ইস্যুতে শীর্ষ অর্থনীতিগুলোর উদাসীনতার তীব্র নিন্দা জানায় প্রতিবাদকারীরা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply