রাজধানীর প্রত্যেক বস্তিতে ফায়ার হাইড্রেন্ট বসানোর পরিকল্পনা চলছে: মেয়র আতিক

|

মেয়র আতিকুল ইসলাম। ফাইল ছবি।

রাজধানীর প্রত্যেকটি বস্তিতে ফায়ার হাইড্রেন্ট বসানোর পরিকল্পনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। বৃহস্পতিবার (১৮ মে) মহাখালীর সাততলা বস্তিতে প্রথম ফায়ার হাইড্রেন্ট স্থাপন করে এ কথা জানান ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম।

আতিকুল ইসলাম জানান, অগ্নিনির্বাপন ও পানি সরবারহ ব্যবস্থা সহজ করতে ফায়ার হাইড্রেন্ট বসানো হয়েছে। সিটি করপোরেশনের আওতাধীন সকল মার্কেটগুলোতেও অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন করা হবে। ফায়ার সার্ভিস, ঢাকা ওয়াসা ও সিটি করপোরেশন একসাথে এর জন্যে কাজ করছে। মহাখালীর বস্তিতে ৬০ হাজার লিটার পানি সংরক্ষণ থাকবে। যার মধ্যে ৪০ হাজার লিটার অগ্নিনির্বাপন এবং ২০ হাজার লিটার গৃ্হস্থালীর কাজের জন্য।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

জলবায়ু পরিবর্তনের কারণে ভুক্তভোগী দেশ হিসেবে বাংলাদেশের জন্য উন্নত দেশগুলোকে তহবিল বাড়ানোর আহ্বানও জানান ঢাকা উত্তরের এই মেয়র। বললেন, নগরীতে তাপ কমানোর জন্য টিনের ঘরের পাশে গাছ লাগানোর পরিকল্পনা করেছে সিটি করপোরেশন। আগুন লাগলে সেলফি না তুলে সড়ক ফাঁকা রেখে ফায়ার সার্ভিসকে অগ্নিনির্বাপনের সুযোগ তৈরি করে দেয়ার কথাও বলেন তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply