র‍্যাঙ্কিংয়ে উন্নতি শান্ত-তামিমের; পেছালেন সাকিব

|

ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নাজমুল হোসেন শান্তর চমৎকার সেঞ্চুরির ছাপ পড়েছে আইসিসি র‍্যাঙ্কিংয়ে। ৪৪ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১০৯ নম্বরে উঠে এসেছেন শান্ত। এছাড়াও আইসিসি প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন ওপেনার তামিম ইকবাল। অন্যদিকে পিছিয়েছেন সাকিব আল হাসান।

পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি। ওয়ানডে ব্যাটসম্যানদের মধ্যে ৪১০ রেটিং পয়েন্ট নিয়ে ১০৯ নম্বরে আছেন শান্ত। দুটিই তার ক্যারিয়ার সেরা। । ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ২৫ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। অন্যদিকে ব্যাটিং-বোলিং দুই র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছেন সাকিব। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ৩২ নম্বরে আছেন তিনি। আর বোলিংয়ে দুই ধাপ পিছিয়ে ১৪ নম্বরে আছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।

উন্নতি হয়েছে মুশফিকুর রহিমের। ৬৪৬ রেটিং পয়েন্ট নিয়ে এর আগে ১৭ নম্বরে থাকা মুশফিক উঠে এসেছেন ১৬ নম্বরে, রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৬৫৩। এর আগে ৩৪ নম্বরে থাকা লিটন দাস ১৬ রেটিং পয়েন্ট খুইয়ে আছেন ৩৭ নম্বরে। এছাড়া বাংলাদেশিদের মধ্যে সেরা ১০০ তে আছেন কেবল মাহমুদউল্লাহ রিয়াদ (৪২)।

র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন হ্যারি টেক্টর। দুই ধাপ এগিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সাত নম্বরে উঠে এসেছেন তিনি। আয়ারল্যান্ডের ব্যাটারদের মধ্যে যা সেরা র‍্যাঙ্কিং। চেমসফোর্ডে বাংলাদেশের বিপক্ষে ১৪০ রানের ওয়ানডে ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেন আইরিশ এই ব্যাটার। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে বাবর আজম।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply