নাটোরে মাদক সংরক্ষণ ও বহনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড যুবকের

|

প্রতীকী ছবি।

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরে হেরোইন সংরক্ষণ ও বহনের দায়ে রাকিবুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত রাকিবুল চাঁপাইনবাবগঞ্জের শুকনাপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১১ জুন সকালে গুরুদাসপুরের নাটোর-ঢাকা মহাসড়কের কাছিকাটা টোল প্লাজা এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে চেকপোস্ট বসায় পুলিশের একটি টিম। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের যাত্রী রাকিবুল ইসলামের গতিবিধি সন্দেহজনক মনে হলে তার দেহ তল্লাশি করা হয়। তার কাছ থেকে ৭৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, এ সময় তাকে আটক করা হয়।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

পরে রাকিবুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়। মামলার সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক রাকিবুলের বিরুদ্ধে দোষ প্রমাণীত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply