মাহিন্দা রাজাপাকশের দেশত্যাগের নিষেধাজ্ঞা তুলে নিল শ্রীলঙ্কার আদালত

|

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকাশের ওপর দেয়া দেশত্যাগের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটির আদালত। সাবেক প্রেসিডেন্ট ছাড়াও, সাবেক সাংসদ রোহিতা আবেগুনাবর্ধন, পবিত্র ওয়ান্নিয়ারচ্চির ওপর থেকেও নিষেধেজ্ঞা তুলে নিয়েছে দেশটির ফোর্ট ম্যাজিস্ট্রেট আদালত। বুধবার (১৭ মে) শ্রীলংকান গণমাধ্যম নিউজ ফার্স্ট এ তথ্য নিশ্চিত করে।

জানা যায়, এ দিন শুনানিতে তাদের আইনজীবী শভেন্দ্র ফার্নান্দো আদালতে তাদের ওপর আরোপ করা দেশত্যাগের নিষেধাজ্ঞা শিথিলের আবেদন করেন। এসময় যুক্তি-তর্ক শেষে বিচারক তাদের ওপর দেয়া নিষেধাজ্ঞা তুলে নেন।

এর আগে গেল বছর ৯ মে সরকার বিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা দেয় আদালত।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply