পেঁয়াজের দাম না কমলে ভারত থেকে আমদানি করা হবে; বাণিজ্যমন্ত্রীর হুঁশিয়ারি

|

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:

পেঁয়াজের দাম কমাতে আমদানির হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বলেছেন, দু-একদিনের মধ্যে মূল্য না কমলে, ভারত থেকে আনা শুরু করা হবে।

শুক্রবার (১৯ মে) সকালে রংপুরে নিজ বাসভবনে তিনি বলেন, সরকার চিনির দাম নির্ধারণ করে দিলেও তার প্রভাব এখনও বাজারে পড়েনি। নির্ধারিত দামে যাতে ব্যবসায়ীরা চিনি বিক্রি করেন, সেজন্য কাজ করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। কাউনিয়া-পীরগাছায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও দলীয় কর্মসূচিতে অংশ গ্রহণ করেন বাণিজ্য মন্ত্রী।

টিপু মুনশি বলেন, চিনির মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে। তবে এর প্রভাব এখনও বাজারে পড়েনি। আমরা চেষ্টা করছি, মন্ত্রণালয় থেকে যে দাম নির্ধারণ করা হয়েছে সেটিই যেন অর্জন করা যায়। পাশাপাশি, পেঁয়াজের দাম বেড়েছে। আমরা লক্ষ্য রাখছি। হয়তো আমরা আমদানির ব্যবস্থা করবো। ভারত থেকে পেঁয়াজ আমদানি এখনও বন্ধ আছে। ২-১ দিনের মধ্যে দাম না কমলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply