তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন: তৃতীয় অবস্থানে থাকা সিনান ওগানের সঙ্গে বৈঠক করেছেন এরদোগান

|

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় অবস্থানে থাকা সিনান ওগান ও বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ছবি : সংগৃহীত

প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় অবস্থানে থাকা সিনান ওগানের সাথে বৈঠক করেছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। দীর্ঘ ৫০ মিনিট ধরে হয় এ বৈঠক। যদিও এখনও দ্বিতীয় ধাপের নির্বাচনে কাকে সমর্থন দেবেন ওগান তা পরিষ্কার নয়। খবর আরব নিউজের।

দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিরোধী জোটের প্রার্থী কামাল কিরিচদারোগলুর পক্ষ নিতে পারেন তিনি। যদিও এরদোগানের সাথে বৈঠকের পর আবারও তৈরি হয়েছে ধোঁয়াশা।

ওগানের সমর্থনকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে দুই প্রার্থীর জন্যই। প্রথম ধাপের নির্বাচনে ৫ শতাংশের কিছু বেশি ভোট পেয়েছেন মধ্য ডানপন্থী নেতা ওগান।

শুরু থেকেই তাকে বিবেচনা করা হচ্ছে কিং মেকার হিসেবে। প্রথম ধাপের ভোটে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায়, ২৮ মে দ্বিতীয় ধাপের ভোট হবে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply