লালমনিরহাটের ভাষা সৈনিক জহির উদ্দিন আহমেদ আর নেই

|

ভাষা সৈনিক জহির উদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

লালমনিরহাট প্রতিনিধি:

১৯৫২ সালে লালমনিরহাটে গঠিত ভাষা সংগ্রাম পরিষদের সভাপতি ভাষা সৈনিক জহির উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

শুক্রবার (১৯ মে) সন্ধ্যায় লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নওদাবাস গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। শনিবার (২০ মে) সকাল ১০টায় নিজ বাড়িতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, ১৯৫২ সালে লালমনিরহাট উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ার সময় ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন জহির উদ্দিন আহমেদ। পরে লালমনিরহাটে গঠিত ভাষা সংগ্রাম পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply