ভিকারুননিসায় সহোদর কোটায় ভর্তির দাবিতে অভিভাবকদের মানববন্ধন

|

সহোদর কোটায় প্রথম শ্রেণিতে ভর্তির দাবিতে মানববন্ধন করেছেন ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের অভিভাবকরা।

শনিবার (২০ মে) সকালে বেইলি রোডে স্কুলের মূল ফটকে অভিভাবকরা মানববন্ধন করেন।

অভিভাবকরা অভিযোগ করে বলেন, স্কুল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েও সহোদর কোটায় শিক্ষার্থীদের ভর্তি করেনি। এ বিষয়ে উচ্চ আদালতের আদেশও মানা হচ্ছে না বলে অভিযোগ করেন তারা।

তারা জানান, বিষয়টি নিয়ে একাধিকবার স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি, শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্টদের সঙ্গে দেখা করেও কোনো ফল হয়নি। বছরের মাঝামাঝিতেও সন্তানদের প্রথম শ্রেণিতে ভর্তি করাতে না পেরে হতাশায় পড়েছেন তারা। কারণ, আগামী বছর দ্বিতীয় শ্রেণিতে ভর্তি করাতে গেলে আরও বেশি বেগ পেতে হবে। অবিলম্বে আদালতের আদেশ বাস্তবায়নের জোর দাবি জানান অভিভাবকরা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply