ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

|

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর পাশাপাশি অত্যাধুনিক এই যুদ্ধবিমানের জন্য বিশেষ জোট ও তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন পশ্চিমা নেতারা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

জি সেভেন বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, কিয়েভকে এফ-১৬ সরবরাহ করবে ওয়াশিংটন। এর পাশাপাশি সংশ্লিষ্ট সামরিক সরঞ্জাম এবং সমরাস্ত্রও সরবরাহ করা হবে। যুদ্ধবিমান চালাতে ইউক্রেনের বিমান বাহিনীকে প্রয়োজনীয় প্রশিক্ষণও দেয়া হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে, ইউক্রেনকে এফ-১৬ সরবরাহে বিশেষ জোট এবং তহবিল গঠনের ঘোষণা দিয়েছে ইউরোপের দেশগুলো।

ব্রিটেন, ডেনমার্ক এবং নেদারল্যান্ডস জানায়, বিশেষ এই জোট গঠনের মাধ্যমে ইউক্রেনীয় সেনাদের এফ-১৬ সরবরাহ, প্রশিক্ষণ এবং গোলাবারুদ সরবরাহ করা হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, এ লক্ষ্যে এরইমধ্যে কাজ শুরু করেছে লন্ডন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply