স্পেনে যুদ্ধ বিমান বিধ্বস্ত, প্রাণে বাঁচলেন পাইলট

|

স্পেনে প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়েছে একটি যুদ্ধবিমান। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন পাইলট। শনিবার জারাগোজায় স্প্যানিশ বিমান বাহিনীর ঘাঁটিতে এ ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

খবরে বলা হয়েছে, এফ এইটিন ফাইটার জেট নিয়ে প্রশিক্ষণ নিচ্ছিলেন এক সেনা। হঠাৎ যান্ত্রিক ত্রুটি টের পেয়ে পাইলট প্যারাসুট নিয়ে লাফিয়ে নিচে পড়েন। এর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়। তবে ঘাঁটির কোনো স্থাপনা বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়নি।

আহত পাইলট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্পেনের বিমানবাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিধ্বস্ত বিমানের ছবি প্রকাশ করা হয়। বিমান বিধ্বস্তের কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। নাশকতা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply