বলিউডের অন্যতম মেগাস্টার সালমান খান। গত ৩ দশক ধরে বলিপাড়ায় রাজত্ব করছেন বলিপাড়ায়। অর্থ বিত্তের নেই অভাব। তবুও নাকি এক কামরার ফ্ল্যাটে থাকতেই পছন্দ করেন অভিনেতা। গত দু’বছরে কোনও হিট্ দিতে পারেননি ভাইজান। যদিও ‘কিসি কি ভাই কিসি কি জান’ খানিকটা কান ঘেঁষেই বেরিয়ে গিয়েছে, তবে ‘অন্তিম’-এর ভরাডুবি হয়েছে বক্স অফিসে। অপেক্ষা এখন ‘টাইগার ৩’-এর জন্য। তবে এবার ব্যবসায় নামছেন সালমান। মুম্বাইয়ে সমুদ্রের তীরে নতুন হোটেল বানাচ্ছেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় ১৯ তলার হোটেল নির্মাণ করাচ্ছেন অভিনেতা। প্রতিটি তলায় থাকছে বিনোদন ও অবসর যাপনের ব্যবস্থা। প্রথম দু’টি তলায় থাকছে ক্যাফে ও রেস্তরাঁ। তৃতীয় তলায় থাকছে জিম ও পুল। চতুর্থ তলা পরিষেবা সংক্রান্ত কাজের জন্য। পঞ্চম ও ষষ্ঠ তলার পুরোটা জুড়েই থাকছে অনুষ্ঠানকক্ষ।
তারপর সপ্তম থেকে বাকি অংশে থাকবে বিলাসবহুল হোটেল। অভিনেতার মা সলমা খানের নামে তৈরি হবে এই হোটেল, এমনটাই জল্পনা। যদিও অভিনেতার তরফ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি এখন পর্যন্ত।
এটিএম/
Leave a reply