২০২৪-২৫ সালের মধ্যে নতুন শিক্ষাক্রম চালু: শিক্ষামন্ত্রী

|

২০২৪-২৫ সালের মধ্যে নতুন শিক্ষাক্রম চালু করবে সরকার। নতুন শিক্ষাক্রম পরিপূর্ণভাবে বাস্তবায়নের মধ্য দিয়ে শিক্ষার্থীদের যোগ্য মানুষ করে গড়ে তোলা সম্ভব হবে, এ কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (২২ মে) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় দিবসসমূহে বিভিন্ন সৃজনশীল কাজে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরও বলেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের মেধাবী করে গড়ে তুলতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

শুধুমাত্র রেজাল্ট মেধার পরিচয় নয় জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, মেধার বিকাশে শিশুদের সৃজনশীল করে গড়ে তুলতে হবে। যার যে বিষয়ে আগ্রহ, তা প্রস্ফুটিত করার জন্য কাজ করতে হবে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বিভিন্ন শাখায় বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply