ইরানকে দমনে সিরিয়ায় বিমান হামলা বাড়িয়েছে ইসরায়েল

|

ইরানকে দমনে সিরিয়া ভূখণ্ডে বিমান হামলা বাড়িয়েছে ইসরায়েল সরকার। প্রয়োজনে ইরানের রেভ্যুলেশনারি গার্ডের বিরুদ্ধেও অভিযান বাড়বে বলে জানিয়েছে ইসরায়েল। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

মঙ্গলবার (২৩ মে) এই হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালন্ত।

ইয়োভ গ্যালন্ত বলেন, ইসরায়েলে কট্টর ডানপন্থী সরকার ক্ষমতায় আসার পর সিরিয়া ভূখণ্ডে গড়ে ওঠা ইরানি ঘাঁটিতে হামলা দ্বিগুণ বেড়েছে। মূলত গোয়েন্দা নজরদারি কমাতেই এ উদ্যোগ নিয়েছে ইসরায়েল।

তিনি বলেন, ইসরায়েলি সীমান্তের কয়েক কিলোমিটার দূরেই আস্তানা গড়তে চাইছে রেভ্যুলেশনারি গার্ড। সেটা কোনোভাবেই বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply