চুয়াডাঙ্গা প্রতিনিধি:
ভারত সরকারের অনুদানের ২০টি লোকমোটিভ রেল ইঞ্জিন দেশে পৌঁছানোর কথা রয়েছে আজ মঙ্গলবার (২৩ মে)। চুয়াডাঙ্গার দর্শনা-গেদে রেলপথ দিয়ে বিকেলে ব্রডগেজ লাইনের এসব ইঞ্জিন পৌঁছানোর কথা রয়েছে।
আনুষ্ঠানিকভাবে রেল ইঞ্জিন গ্রহণ করতে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দিল্লি থেকে যুক্ত হবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ বিকেল ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে ইঞ্জিনগুলো হস্তান্তরের জন্য দর্শনা সীমান্তের আন্তর্জাতিক স্টেশন ইমিগ্রেশন ভবনে অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দর্শনা আন্তর্জাতিক স্টেশনের সুপারিনটেনডেন্ট মির্জা কামরুল হক জানান, ভারতের দেয়া উপহারের ডিজেল চালিত ২০টি রেল ইঞ্জিন আজ গ্রহণ করা হবে। এ উপলক্ষ্যে সকাল থেকে দর্শনা আন্তর্জাতিক স্টেশনে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
ভারতীয় অনুদান গ্রহণ অনুষ্ঠানে দর্শনায় উপস্থিত থাকবেন রেলওয়ে পশ্চিম জোনের জিএম অসীম কুমার তালুকদারসহ স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিবর্গসহ রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
এএআর/
Leave a reply