আজ (২৩ মে) মধ্যরাতে শেষ হচ্ছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা। মাঝে একদিন বিরতি দিয়ে বৃহস্পতিবার (২৫ মে) হবে ভোটগ্রহণ।
মঙ্গলবার সকাল থেকে শেষ মুহূর্তের প্রচারণায় বিরামহীনভাবে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। চূড়ান্ত হিসাব নিকাশ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা। শহরের প্রাণকেন্দ্র থেকে শুরু করে পাড়া-মহল্লা সবখানে জমে উঠেছে নির্বাচনী আমেজ। পথসভা, কর্মীসভাসহ নানা উপায়ে ভোটারদের মনোযোগ আকর্ষণে ব্যস্ত প্রার্থীরা। ভোটারদের দেয়া হচ্ছে নানান প্রতিশ্রুতি। ব্যবহার করা হচ্ছে ব্যতিক্রমী প্রচার কৌশল।
নাগরিক সমস্যা সমাধানে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি আর উন্নয়ন পরিকল্পনা। তবে এই নগরীর ভোটাররা বলছেন, নাগরিক সমস্যা সমাধান, রাস্তাঘাট উন্নয়ন ও অবকাঠামোগত সুযোগ সুবিধা যিনি নিশ্চিত করতে পারবেন তাকেই নির্বাচনে বেছে নেবেন তারা।
/এম ই
Leave a reply